জেসিআই বাংলাদেশের জাতীয় গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিয়াউল হক ভূঁইয়া এবং ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমরান কাদির।
রোববার (২৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন বোর্ড ২০২৩ সালের মেয়াদে দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত গভর্নিং বডি ৩৫ জন সদস্য নিয়ে গঠিত হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সাবেক সভাপতি সারাহ কামাল। এর আগের বছরের জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট তার বক্তৃতায় নতুন বোর্ডকে অভিনন্দন জানান।
সংস্থাটি ১০০ টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সারা বিশ্বে ২ লাখেরও বেশি সদস্য রয়েছে। এছাড়া সারাদেশ থেকে ৪ হাজার জনেরও বেশি সদস্যের সংখ্যা সহ ৩৫ টি স্থানীয় সংস্থা নিয়ে বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে ।
অর্থসূচক/এমএইচ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.