তৃতীয় দিন শেষ বিকেলে মেহেদি হাসান মিরাজ আর সাকিব আল হাসানের বোলিংয়ে ভারতকে দারুণভাবে চেপে ধরে বাংলাদেশ। বিরাট কোহলি-চেতেশ্বর পূজারাসহ চার ব্যাটারকে ফিরিয়ে ঢাকা টেস্টে টিকে আছে স্বাগতিকরা। ম্যাচ জিততে চতুর্থ দিন ভারতের প্রয়োজন ১০০ রান, বিপরীতে বাংলাদেশের চাই ৬ উইকেট।
ভারতের ৬ ব্যাটারকে আউট করতে পারলেই প্রথমবারের মতো কোহলিদের বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। চতুর্থদিন নিজের প্রথম ওভারেই জয়দেব উনাদকাটকে ফেরালেন সাকিব আল হাসান। লেগে বিফোর হয়ে ফিরেছেন উনাদকাট।
মেহেদি হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ডিফেন্স করতে চাইলেন জয়দেব উনাদকাট। তবে ব্যাটে-বলে করতে পারলেন না তিনি। বল প্যাডে আঘাত হানতেই মিরাজের জোরালো আবেদন, সঙ্গ দিলেন সতীর্থরাও। তবে তাদের আবেদনে সাড়া দিলেন না আম্পয়ার। খানিকটা সময় নিয়ে রিভিউ নিলো বাংলাদেশ। তবে আম্পায়ার্স কলের সুবাদে বেঁচে যান উনাদকাট। পরের বলে লেংথে পেয়ে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন এই ব্যাটার।
যদিও তাকে ইনিংস বড় করতে দেননি সাকিব আল হাসান। এদিন নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই আউট করেছেন উনাদকাটকে। বাঁহাতি এই স্পিনারের বলে ব্যাকফুটে ডিফেন্স করতে চেয়েছিলেন কিন্তু সেটা সরাসরি প্যাডে লাগলে আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়ে শেষ রক্ষা হয়নি ১৩ রান করা উনাদকাটের।
উনাদকাটকে ফেরানোর পর ভয়ঙ্কর হয়ে উঠার আগেই পান্তকে আউট করেছেন মিরাজ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.