আইএইচআই-এসএমসিসি’র সঙ্গে ক্রাউন সিমেন্টের চুক্তি

বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের পশ্চিম অংশের মূল জাপানীজ ঠিকাদারি প্রতিষ্ঠান আইএইচআই – এসএমসিসি জেভি’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ক্রাউন সিমেন্ট পিএলসি।

এই চুক্তির আওতায় ক্রাউন সিমেন্ট যমুনা রেল সেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহ করবে। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ক্রাউন সিমেন্টের মহাব্যবস্থাপক (মার্কেটিং এন্ড সেলস – কর্পোরেট) মোহাঃ সোলায়মান মোড়ল এবং আইএইচআই – এসএমসিসি জেভি’র প্রকল্প ব্যবস্থাপক শিনঝি কাইফুকু।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইএইচআই- এসএমসিসি জেভি’র উপ প্রকল্প ব্যবস্থাপক ইয়াশুইয়োশি ওয়াতানাবে এবং ক্রাউন সিমেন্টের (এলআইপি ও টেকনিকাল সাপোর্ট) উপ মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আদিব উজ জামান খান।

 

অর্থসূচক /এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.