শিক্ষার্থী-শিক্ষক ও যুবাদের জন্য প্রি-পেইড কার্ড চালু করলো ইবিএল

বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এসএসবিসিএলের সহযোগিতায় কো-ব্র্যান্ডেড ভিসা প্রি-পেইড কার্ডঃ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড (ISIC), ইন্টারন্যাশনাল টিচার আইডেন্টিটি কার্ড (ITIC) এবং ইন্টারন্যাশনাল ইয়ুথ ট্রাভেল কার্ড (IYTC) চালু করেছে।

গত বৃহস্পতিবার (২২ডিসেম্বর) ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধনকৃত এই কার্ডগুলো শুধুমাত্র পেমেন্ট করার কাজেই ব্যবহৃত হবে না, বরং একইসঙ্গে শিক্ষার্থী এবং শিক্ষকদের পরিচয়পত্র হিসেবে কাজ করবে।

ইএমবি সুরক্ষা চিপ প্রযুক্তিসহ এই কার্ডগুলোর সঙ্গে বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে ডুয়েল কারেন্সী, হাজা র হাজার লাইফস্টাইল পার্টনার, শপিং, ডাইনিং আউটলেটে বিশেষ মূল্যছাড়। কার্ডগুলো দেশ এবং দেশের বাইরে ব্যবহারযোগ্য। পড়াশোনা সংক্রান্ত ওয়েবসাইট, গেজেট, হোটেল, মোটেল, মুভি থিয়েটার, রেস্টূরেন্ট, জিম, কফিশপ, অটোমোবাইল রিপেয়ার ইত্যাদি ক্ষেত্রে ৬৫% পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন কার্ডধারীরা।

এসএসবিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে আইএসআইসি মনোনীত অফিসের অপারেশন্স প্রধান সুমন তালুকদার বলেন, “আইএসআইসি কার্ড বর্তমানে ১৩০টির অধিক দেশ ও অঞ্চলের শিক্ষার্থীদের ইস্যু করা হচ্ছে। বারো বছরের উর্ধ বয়সের যেকোন প্রকৃত শিক্ষার্থী সুলভ মূল্যে এই কার্ড সংগ্রহ করতে পারেন। একটি কার্ড ব্যবহার করেই শিক্ষার্থীরা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পন্য ও সেবার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও অগ্রাধিকার ভিত্তিক সেবা পেতে পারেন”।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “আমরা সকলেই জানি যে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের গুরুত্বপূর্ণ শর্ত হলো দেশের যুব সমাজের ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মে সর্বোচ্চ সম্পৃক্তকরণ। ইবিএল আইএসআইসি ভিসা প্রি-পেইড কার্ড দেশের যুব সমাজের আর্থিক অন্তর্ভূক্তিকরণে প্রথম এবং অপূর্ব একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে”।

ভিসার কান্ট্রি ম্যানেজার- বাংলাদেশ, ভূটান এবং নেপাল সৌম্য বসু জানান যে, “ডিজিটাল পেমেন্ট দেশের জিডিপি ১.৭০% বা অতিরিক্ত ৬.২০ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। সাধারণত শিক্ষার্থীদের মতো পরবর্তী প্রজন্মের ভোক্তাদের মাঝেই ডিজিটাল পেমেন্টের বিস্তার ঘটে থাকে”।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, কার্ড বিভাগ প্রধান নাহিদ ফারজানাসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.