২২তম জাতীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দাওয়াতপত্র পৌঁছে দেন দলটির উপ-দফতর সম্পাক সায়েম খান।
আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
এসময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধি দলকে বলেন, আমাদের সব নেতা কারাগারে। সম্মেলনে কীভাবে যাবো?
জবাবে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম বলেন, এটা অবশ্য সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবে।
এরপর প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে আপনাদের জানানো হবে।
আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও সহ-তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.