যমুনা ব্যাংকের দেবীগঞ্জ শাখার উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৬৫ তম দেবীগঞ্জ শাখা ও নীলফামারির কিশোরগঞ্জে একটি উপ শাখার উদ্বোধন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের  চেয়ারম্যান নূর মোহাম্মদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ভরসা।  সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.