চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরতে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের দলের। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইয়াসির আলি রাব্বি এবং এবাদত হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন মুমিনুল হক এবং তাসকিন আহমেদ। এদিকে কুলদীপ যাদবের জায়গায় ভারতের একাদশে জয়দেব উনাদকাট।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং তাসকিন আহমেদ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.