সাকিবকে নিয়ে সুখবর দিলেন বোলিং কোচ

দ্বিতীয় ওয়ানডের সময় উমরান মালিকের গতিময় বল আঘাত হেনেছিল সাকিবের পাঁজরে। পরবর্তীতে ব্যথা পেয়েছিলেন কাঁধেও। এমন অবস্থাতেও শেষ ওয়ানডে খেলেছেন তিনি। খানিকটা ব্যথা অনুভব করায় চট্টগ্রাম টেস্টের আগে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। যদিও আশঙ্কাজনক কিছু না পাওয়ায় ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছেন সাকিব।

সাদা পোশাকের ক্রিকেট খেলতে নামলেও প্রথম দিনের পর বোলিং করতে দেখা যায়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। প্রথম দিন মাত্র ১২ ওভার বোলিং করা সাকিব হাত ঘুরাননি দ্বিতীয় ইনিংসে। তবে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়া সাকিব অবশ্য দ্বিতীয় ইনিংসে ছিলেন দুর্দান্ত। কুলদীপ যাদবের লেংথ ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে খেলেছেন ৮৪ রানের ইনিংস।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বোলিং কোচ ডোনাল্ড বলেন, ‘সাকিব ভালো আছে। সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলাকালীন তার হালকা চোট ছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে নির্বাচনের জন্য উন্মুক্ত এবং বোলিংও করতে পারবে। সে খেলার অবস্থায় আছে (হি ইজ গুড টু গো)।’

এদিকে প্রথম টেস্টে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি এবাদত হোসেন। তবে ডানহাতি এই পেসার ছিটকে গেছেন মিরপুর টেস্ট থেকে। এ প্রসঙ্গে ডোনাল্ড বলেন, ‘এখানে কোনো নির্বাচক আছে? (হাসি) আমি সেটা বলতে পারছি না। তবে ধারণা করে বলতে পারি তিনজন স্পিনার যারা খেলেছিল এবং তাসকিন ফিরে এসেছে সঙ্গে খালেদ তো আছে। নির্বাচন নিয়ে কাজটা নির্বাচকদের। তবে আমি দেখতে পাচ্ছি এমন কিছুই হতে যাচ্ছে। সুখবর হচ্ছে, সাকিব খেলার জন্য পুরোপুরি তৈরি এবং উইকেটে দেখে মনে হচ্ছে সে খেলার জন্য মুখিয়ে আছে। (হি ইজ কামিং টু প্লে)।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.