যমুনা ব্যাংকের বনশ্রী শাখার উদ্বোধন

আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড ঢাকা জেলার রামপুরায় “বনশ্রী শাখা” উদ্বোধন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানটিতে প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং উক্ত শাখার শাখা ব্যবস্থাপক সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয়  জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ।

 

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.