পাকিস্তান গেলেও ভারতে যাবেন না উইলিয়ামসন

পাকিস্তান সফরে গেলেও ভারত সফরে যাচ্ছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে ভারত সফরে নেতৃত্ব দেবেন টম লাথাম। এই দুটি ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা।

শুধু উইলিয়ামসন নন; হেড কোচ গ্যারি স্টেড, বোলিং কোচ শেন জার্গেনসন এবং নব্য টেস্ট অধিনায়ক টিম সাউদিও পাকিস্তান সফর শেষেই দেশে ফিরবেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে ইংল্যান্ড। সেই সিরিজের প্রস্তুতি নিতেই মূলত পাকিস্তান সফর শেষে দেশে ফিরবেন এই চারজন। ভারত সিরিজে কিউইদের হেড কোচের ভূমিকায় দেখা যাবে বর্তমান ব্যাটিং কোন লুক রঞ্চিকে। তার সহকারী হিসেবে থাকবেন নিউজিল্যান্ড নারী দলের সাবেক কোচ বব কার্টার ও পল ওয়াইজম্যান।

উইলিয়ামসন, সাউদিরা না থাকায় ভারত সিরিজের দলে সংযুক্ত করা হয়েছে মার্ক চ্যাপম্যান ও জ্যাকব ডাফি। দুই সিরিজের জন্যই প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার হেনরি শিপলি। পাকিস্তানের বিপক্ষে কিউইদের ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ জানুয়ারি। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এর চারদিন পরই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু। যা চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত।

পাকিস্তান ও ভারত সফরের জন্য ঘোষিত নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন (পাকিস্তান সিরিজের অধিনায়ক), টম লাথাম (ভারত সিরিজের অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান (শুধুমাত্র ভারত সিরিজ), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি (শুধুমাত্র ভারত সিরিজ), লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি ও টিম সাউদি (শুধুমাত্র পাকিস্তান সিরিজ)।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.