বিজয় দিবস উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে যমুনা ব্যাংক লিমিটেডের ঢাকার কর্পোরেট অফিসে ও কক্সবাজারের চকরিয়ায় “স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ ডিসেম্বর) এই কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। ১৮৫ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালক গণ সহ প্রধান কার্যালয় ও ব্যাংকের সকল শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.