শুক্রবার ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, হাসপাতালসহ অনেক জ্বালানি স্থাপনা। এ হামলার ফলে পানি, জ্বালানি সংকটসহ অনেক মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত হয়েছেন ইউক্রেনবাসী। খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিওবার্তায় জানিয়েছেন, ‘মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী কিয়েভের ৬০ লাখ মানুষের বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। মেরামত কার্যক্রম অবিরতভাবে চলবে। ‘
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তথাকথিত অভিযান শুরুর পর ৯বার ইউক্রেনে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আবারও তারা হামলা চালাতে পারে। ইতোমধ্যে এমন শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.