আইসিএসবি রৌপ্যপদক পেল মার্কেন্টাইল ব্যাংক

কর্পোরেট সুশাসনের জন্য জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে আইসিএসবি রৌপ্যপদক অর্জন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ পুরস্কার প্রদান করে।

শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে পদক ও সনদ গ্রহণ করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী ও ডেপুটি কোম্পানি সেক্রেটারি মোঃ মাহতাব উদ্দিন, এফসিএস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বাণিজ্য মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। এসময় মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসনে আলমসহ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.