আইসিএসবি জাতীয় গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে ইবিএল

নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স ২০২১-এ ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

 

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ও শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর আলী রেজা ইফতেখার তার প্রতিক্রিয়ায় বলেন “এটা ইস্টার্ন ব্যাংকের জন্য একটি বড় সম্মান এবং কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে সারা বিশ্বের উত্তম চর্চাগুলো গ্রহণ ও অভিযোজনের ক্ষেত্রে আমাদের অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতি। টেকসই ভ্যালু সৃষ্টিতে গুরুত্ব দিয়ে সকল কার্যক্রমে স্বচ্ছতা এবং নিয়মতান্ত্রিক কাঠামোর প্রতি কমপ্লায়েন্সের ভিত্তি হলো আমাদের গভর্নেন্স সিস্টেম।”

ইতোপূর্বে ২০১৩, ২০১৪ এবং ২০১৭ সালে গভর্নেন্স এক্সিলেন্সের জন্য ইবিএল আইসিএসবি স্বর্ণ পুরুস্কার লাভ করে।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.