এমিরেটস এয়ারলাইন ও এয়ার কানাডার মধ্যে চলমান অংশীদারিত্ব আরো বিস্তৃত হলো এবং উভয় এয়ারলাইন তাদের নিয়মিত যাত্রীদের জন্য একটি যৌথ লয়্যালটি প্রোগ্রামের ঘোষণা প্রদান করেছে।
এবছরেই উভয় এয়ারলাইন তাদের কোডশেয়ার পার্টনাশীপ চালু করেছে। এর ফলে তাদের যাত্রীরা নিরবিচ্ছিন্নভাবে উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যেপ্রাচ্য ও আফ্রিকায় ভ্রমন করার সুযোগ পাচ্ছেন।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম “এমিরেটস স্কাইওয়ার্ডস” সদস্যরা এয়ার কানাডায় তাদের ২২০টির অধিক গন্তব্যে ভ্রমনের ক্ষেত্রে মাইল (পয়েন্ট) অর্জন ও পরবর্তীতে তা ব্যবহারের সুযোগ পাবেন। তেমনিভাবে এয়ার কানাডার লয়্যালটি প্রোগ্রাম “এরোপ্লেন” সদস্যরা এমিরেটসে তাদের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমন করলে একই সুবিধা পাবেন।
এমিরেটস স্কাইওয়ার্ডসের প্লাটিনাম ও গোল্ড সদস্যরা একজন সঙ্গীসহ এমিরেটস বা এয়ার কানাডার ফ্লাইটে ইকোনমি শ্রেনীতে ভ্রমন করলেও এয়ার কানাডার ম্যাপল লীফ লাউঞ্জ এবং টরন্টো পিয়ারসনে এয়ার কানাডা ক্যাফেতে প্রবেশাধিকার পাবেন।
এয়ার কানাডার এলিট ৫০কে ৭৫কে এবং সুপার এলিট এরোপ্লেন সদস্যরা এমিরেটসের ইকোনামি শ্রেনীতে ভ্রমন করলেও একজন সঙ্গীসহ এমিরেটস বিজনেস শ্রেনী লাউঞ্জ ব্যবহার করতে পারবেন।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.