আইসিএসবি’র বিজয় দিবস উদযাপন

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ইনস্টিটিউট প্রাঙ্গনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করে।

আইসিএসবি’র ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির (ডিআরসি) উদ্যোগে এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিআইএসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, শিশু কথাসাহিত্যিক কাইজার চৌধুরী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এবং বিশেষ অতিথি ছিলেন আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএসবি’র কাউন্সিল সদস্য, ফেলো ও এসোসিয়েট সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

বিজয় দিবস উদযাপনের শুরু হয় ভোরে সূর্য উদয়ের পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে। এরপর ৫২তম বিজয় দিবস উপলক্ষে আইসিএসবি’র সদস্যদের একটি প্রতিনিধি দল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিকেলে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় যার উদ্বোধন করেন মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস, চেয়ারম্যান, ডিআরসি এবং সঞ্চালনা করেন মোঃ শাহেদুল আমিন এফসিএস, সদস্য সচিব, ডিআরসি।

অনুষ্ঠানের কাইজার চৌধুরী বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আইসিএসবিকে ধন্যবাদ জানান। তিনি “বিজয় একাওর ও বঙ্গবন্ধু” প্রতিপাদ্যের প্রশংসা করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের কথা গভীরভাবে স্মরণ করেন।

মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস তার বক্তব্যে কাইজার চৌধুরীকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। মোহাম্মদ আসাদ উল্লাহ তার বক্তব্যে বলেন যে, বাংলাদেশের জনগণের জন্য বিজয় দিবস, একটি তাৎপর্যপূর্ণ দিন যা শুধুমাত্র ভাষায় প্রকাশ করা যায় না। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে আমরা গভীরভাবে স্মরণ করি। আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল সেভাবেই আমরা আমাদের জাতিকে এগিয়ে নিতে কাজ করে যাব। তিনি বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উক্ত আলোচনা সভায় এম নুরুল আলম এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এসিএস, কাউন্সিল সদস্য, মোসাঃ আফ্রোজা সুলতানা, মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিএসবি অংশগ্রহণ করেন।

বিজয় দিবস উপলক্ষে আইসিএসবি’র সদস্যদের শিশুদের জন্য চিত্রাঙ্কন এবং প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে, ১৫ জন অংশগ্রহণকারীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয় এবং অন্যান্য অংশগ্রহণকারীদেরকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরিশেষে ডিআরসির সদস্য মোহাম্মদ কামরুজ্জামান খান এসিএস ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অর্থসূচক / এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.