২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ

৬০ বছরের বেশি বয়সী যারা টিকার তৃতীয় ডোজ নিয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় ভুগছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আগামী ২০ ডিসেম্বর থেকে দেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র ফাইজারের টিকা চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হবে। দেশব্যাপী উপজেলা পর্যায়ের হাসপাতালসহ সব স্থায়ী টিকাদান কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে এ ধরনের প্রায় ১ হাজার টিকাকেন্দ্র আছে। বয়স্ক ব্যক্তি ছাড়াও, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মা এবং ফ্রন্টলাইন কর্মীদের চতুর্থ ডোজ দেওয়া হবে।

এর আগে ঢাকার ৭টি কেন্দ্রে একদিনের জন্য পরীক্ষামূলকভাবে এই ক্যাম্পেইন চালু হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.