ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বারডেম জেনারেল হাসপাতেলের মহা-ব্যবস্থাপক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী সম্প্রতি ঢাকায় হাসপাতালের প্রধান কার্যালয়ে একটি পস (পয়েন্ট অব সেলস) সেবা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন।
এর ফলে ইবিএলসহ সকল ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড, ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল কার্ডধারীরা বারডেম জেনারেল হাসপাতালে গৃহীত সেবার বিলে ইবিএল পস টার্মিনালের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
ইবিএল হেড অব কার্ডস নাহিদ ফারজানা এবং বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক-প্রশাসন (চলতি দায়িত্বে) অধ্যাপক মির্জা মাহবুবুল হাসানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.