রঙিন পোশাকের পর এবার সাদা পোশাকের লড়াই। ভারতের বিপক্ষে চট্টগ্রামে টস ভাগ্য সহায় হয়নি সাকিব আল হাসানের। টস জিতে শুরুতে ব্যাটিং করছে ভারত। দুই ওপেনার শুভমান গিল এবং লোকেশ রাহুলের ব্যাটে দুর্দান্ত শুরু করেছিল ভারত। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে প্রথম ওভার থেকেই স্বাছন্দ্যে খেলেছেন ব্যাটাররা।
এবাদত-খালেদরা সুবিধা করতে না পারায় দ্রুতই বোলিং পরিবর্তন করেন সাকিব। আর তাতে সাফল্যও মেলে। ১৪ তম ওভারে তাইজুলকে প্যাডল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ দেন গিল। তার আগে ২০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।
১৪ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৪১ রান তোলেছে ভারত। উইকেটে আছেন লোকেশ রাহুল এবং চেতেশ্বর পূজারা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.