উন্নত অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া

যেসব দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে তাদের মোকাবেলায় মস্কো উন্নত ও অত্যাধুনিক অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান আলেক্সি দানিলভের একটি বক্তব্যের জবাবে এই বক্তব্য দিয়েছেন মেদভেদেভ। তিনি বলেন, রাশিয়ার ভেতরে ইউক্রেনের সেনারা হামলার বিষয়টি বাতিল করছে না। ইউক্রেন থেকে দখল করে নেয়া চার অঞ্চলসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ভ্লাদিভস্তক শহর পর্যন্ত এই হামলা হতে পারে।

এই বক্তব্যের জবাবে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, মস্কোর শত্রুরা শুধু কিয়েভে নয় বরং ইউরোপ, উত্তর আমেরিকা এবং বিশ্বের আরো বিভিন্ন জায়গায় রয়েছে যারা নব্য-নাজিবাদীদের প্রতি অনুগত। এ কারণে আমরা অনেক বেশি শক্তিশালী অস্ত্র এবং গোলাবারুদ তৈরি করছি। এক্ষেত্রে নতুন নীতি ভিত্তি হিসেবে কাজ করছে।

এদিকে, দ্যা টাইমস পত্রিকা জানিয়েছে, মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অনুমোদন দিয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.