পণ্য আমদানিতে এলসির নগদ মার্জিনের হার সর্বনিম্ন রাখার নির্দেশ

পবিত্র রমজান মাসে ভোজ্যতেল ও খেজুরসহ অন্যান্য পণ্যের আমদানিতে এলসির নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নতুন নির্দেশনায় ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এলসিতে নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায় রাখতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ নিশ্চিত করার লক্ষ্যে এলসিতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.