নারীর প্রতি সহিংসতা অবসানে ইনার হুইলের সচেতনতা কর্মসূচী

বিশ্বের অন্যতম বৃহৎ নারী স্বেচ্ছাসেবক সংগঠন ইনার হুইল জেলা ৩৪৫ এর উদ্যোগে সমাপ্ত হলো নারী ও শিশুর প্রতি সহিংসতা অবসানে ১৬ দিনব্যাপী সচেতনতা কর্মসূচী।

শনিবার (১০ ডিসেম্বর) দেশব্যাপী পালিত এই কর্মসূচীর প্রতিপাদ্য বিষয় ছিল ‘অরেঞ্জ দ্যা ওয়ার্ল্ড’।

এ উপলক্ষ্যে ইনার হুইল জেলা ৩৪৫ এর ক্লাবগুলো একটি ব্যাতীক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে। কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল ভবনটিকে কমলা রঙের আলোয় সজ্জিত করা হয়। দৃষ্টিনন্দন এই আলোকসজ্জা স্থানীয় সাধারন মানুষের ভিতর ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

ইনার হুইল জেলা ৩৪৫ এর চেয়ারম্যান ডা. মল্লিকা বিশ্বাস কুমিল্লা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, “নারীর প্রতি সহিংসতার অবসান তখনই হবে যখন নারী ও পুরুষ উভয়েই তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন”। তিনি জানান যে নারীর অধিকার রক্ষায় ইনার হুইল সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, ইনার হুইল ক্লাবগুলোর প্রতিনিধিবৃন্দ, এবং স্থনীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারা বাংলাদেশে বর্তমানে ১৩০টির অধিক ইনার হুইল ক্লাবে মোট সদস্যের সংখ্যা ২,৫০০ এর অধিক। সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.