ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হয়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে লোকোসেডের উদ্ধারকারী দল।
লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.