পুলিশের উপর আক্রমণ করায় ব্যবস্থা নিতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলা তৈরির জন্য বিএনপি গতকাল (বুধবার) থেকেই জমায়েত শুরুর চেষ্টা করে এবং পুলিশের ওপর আক্রমণ করে। এজন্যই পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সমাবেশ নয়, বিশৃঙ্খলা করতে চায়। সমাবেশ ডেকেছে ১০ ডিসেম্বর, কাল ছিল ৭ ডিসেম্বর। তারা কাল থেকেই রাস্তায় জমায়েত শুরু করে। রাস্তা ছেড়ে দিতে বারবার তাগাদা দেওয়ার পরও তারা তা উপেক্ষা করেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.