এসআইবিএল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রবাসী গ্রাহক সেবা পক্ষ উপলক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়তপুর  শাখার উদ্যোগে  শরিয়তপুরের অভিবাসন প্রত্যাশীদের সাথে এক মতবিনিময় সভা শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের চীফ রেমিট্যান্স কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন ও শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ মহিবুল কাদির। এ সময় ব্যাংকের শরীয়তপুর শাখার ব্যবস্থাপক সরদার তরিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ ইউরোপে অভিবাসন প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বিদেশ গমনেচ্ছুকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অবশ্যই বিদেশে যাবার আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাবেন।

 

 

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.