ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) নারী গ্রাহকরা সাইকোলজিক্যাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিক (পিএইচডব্লিওসি) এর কাউন্সেলিং সেবা, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, মনযোগ সেবাসহ অন্যান্য সেবা গ্রহনের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন।
ইবিএল এর ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং সাইকোলজিক্যাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিক (পিএইচডব্লিওসি) এর প্রধান কনসাল্টট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশিক সেলিম সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরের পর বিনিময় করছেন।
ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক এবং উইমেন ব্যাংকিং সহযোগী ব্যবস্থাপক আবদুল্লাহ তাহমিদ এ সময় উপস্থিত ছিলেন।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.