নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাবার বুলেটে বিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার নাম মকবুল হোসেন (৪০) বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

আজ বুধবার বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়ে ঢামেক হাসপাতালে আরও প্রায় ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.