লন্ডন গ্যাটউইকে এমিরেটসের তৃতীয় দৈনিক ফ্লাইট

দ্বিতল এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের সাহায্যে এমিরেটস লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তৃতীয় দৈনিক ফ্লাইট শুরু করেছে।

আসন্ন ছুটির মৌসুমে বর্ধিত যাত্রী চাহিদা মিটাতে এয়ারলাইনটি যুক্তরাজ্যে তাদের ফ্লাইট কার্যক্রম বৃদ্ধি করে চলেছে।

গ্যাটউইক ও দুবাইয়ের মধ্যে পরিচালিত অতিরিক্ত ফ্লাইটটিতে ১ হাজারের অধিক যাত্রী আসন পাওয়া যাবে।

এমিরেটস বর্তমানে যুক্তরাজ্যে সপ্তাহে ১১৯ টি ফ্লাইট পরিচালনা করছে; লন্ডন হিথ্রোতে দৈনিক ৬ টি, লন্ডন গ্যাটউইকে দৈনিক ৩ টি, লন্ডন স্ট্যানসটেডে দৈনিক ১ টি, ম্যানচেস্টারে দৈনিক ৩টি, বার্মিংহামে দৈনিক ২টি এবং নিউক্যাসেল ও গ্লাসগোতে দৈনিক ১টি করে ফ্লাইট।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১ টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

অর্থসূচক / এইচএআই

তুমি এটাও পছন্দ করতে পারো
মন্তব্য
Loading...