হাসপাতালে রোহিত শর্মা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরই মধ্যে তাকে এক্স-রের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে রোহিতের দেখভাল করছে তাদের মেডিক্যাল দল।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় ওভারে এনামুল হকের ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন রোহিত। ক্যাচটি হাতছাড়া হলেও আঙুলে চোট পান ভারতীয় এই ওপেনার। এরপরই মাঠের বাইরে চলে যান তিনি। রোহিত না থাকায় ভারতকে মাঠে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত।

আগের ম্যাচে অভিষেক হওয়া পেসার কুলদীপ সেন হাঁটুতে চোট পেয়েছেন। অবস্থা গুরুতর না হলেও তাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় দলের মেডিক্যাল দল। তার পরিবর্তে এই ম্যাচে খেলছেন আরেক পেসার উমরান মালিক। শাহবাজ আহমেদের বদলে একাদশে ফিরেছেন স্পিনার অক্ষর প্যাটেল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.