ভারতের হেড কোচ থাকছেন না দ্রাবিড়

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলকে সাফল্যের ছোঁয়া এনে দিতে অধিনায়কত্বে পরিবর্তন আনছে তারা। কোচিং প্যানেলও সাজানো হচ্ছে নতুন রূপে। ভারতের টি-টোয়েন্টি দলের হেড কোচ থাকছেন না দ্রাবিড়।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। জানা গেছে, টি-টোয়েন্টি দলের একটানা ব্যর্থতার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিসিআই সংশ্লিষ্টরা।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেছে, ‘আমরা ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখছি। রাহুল দ্রাবিড়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই আমাদের, তবে হেড কোচের একটানা সূচি নিয়ে আমরা ভাবছি এবং বিশেষ দক্ষতার কোনো কোচ আমাদের দরকার। টি-টোয়েন্টি ক্রিকেট এখন অনেকটাই আলাদা। এখানে ব্যস্ত সূচি থাকে, নিয়মিত ইভেন্ট থাকে। এটায় পরিবর্তন দরকার। শীঘ্রই ভারতের নতুন টি-টোয়েন্টি কোচিং প্যানেল আসছে। কবে আসবে সেটা আমরা এখনই বলতে পারছি না। তবে টি-টোয়েন্টি সেট-আপে অবশ্যই নতুনত্ব দরকার। জানুয়ারির আগে আমরা এই ফরম্যাটে নতুন একজন অধিনায়কের নাম ঘোষণা করব। নতুন কোচের নামও। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’

২০০৭ সালে ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে ভারত। এরপর আর শিরোপা ছোঁয়া হয়নি দলটির। ২০০৮ সাল থেকে ভারতে প্রতিবছরই অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের মাধ্যমে ভারতের টি-টোয়েন্টি ঘরানার দারুণ সব ক্রিকেটার উঠে আসছে। অথচ জাতীয় দলে আইসিসির ইভেন্টে একেবারেই ব্যর্থ হচ্ছে ভারত। সবকিছু মিলিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যেই ভারতের টি-টোয়েন্টি দলের কোচিং প্যানেলে রদবদল আনবে বিসিসিআই, জানিয়েছেন সেই কর্মকর্তা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.