হারের পর কোন ‘অজুহাত’ দিচ্ছেন না রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বাদ পড়তে হয়েছে ভারতকে। সেই ব্যর্থতার জন্য এখনও সমালোচনা বয়ে বেড়াতে হচ্ছে রোহিত শর্মার দলকে। এবার বাংলাদেশ সফরে এসে ব্যাটিং ব্যর্থতার কারণে শ্বাসরুদ্ধকর ম্যাচে এক উইকেটে হারতে হয়েছে তাদের।

এই হারের পর কোনো অযুহাত দাঁড় করাতে চান না ভারতীয় অধিনায়ক। ভারত নিয়মিতই এই ধরনের উইকেটে খেলে অভ্যস্থ। তারপরও এমন অবিশ্বাস্য হার নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘আমাদের শিখতে হবে এবং বুঝতে হবে এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয়। এক্ষেত্রে কোনো অজুহাত খাটে না। কারণ আমরা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্থ। আমি আসলে জানি না তারা কয়েকটি প্র্যাক্টিস সেশনে কতটা উন্নতি করতে পারে।’

ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘আমার মনে হয় এখানে স্নায়ুচাপের বিষয় আছে এবং এটা চাপ ধরে রাখার বিষয়। আমি নিশ্চিত ছেলেরা এটা থেকে শিখবে এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। আশা করছি আমরা পরিস্থিতি বদলাতে পারবো। আমরা জানি এই ধরনের কন্ডিশনে আসলেই কি করতে হবে।’

নবম উইকেট পতনের পর বাংলাদেশের জিততে আরও ৫১ রান প্রয়োজন ছিল। সেখান থেকেই মুস্তাফিজুর রহমানের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত এই টাইগার ব্যাটার অপরাজিত ছিলেন ৩৯ বলে ৩৮ রান করে। তার সঙ্গী মুস্তাফিজুর রহমানের ব্যাট থেকে এসেছে ১১ বলে ১০ রান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.