বিশুদ্ধ পানির জোগানে সহায়তা এমিরেটস এয়ারলাইনের

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে এমিরেটস এয়ারলাইন স্থানীয় একটি এনজিও ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যৌথভাবে কাজ করবে।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রথম ধাপে সাতটি আমিরাতের প্রতীক হিসেবে ৭টি নলকূপ স্থাপন করেছে এয়ারলাইনটি। নলকূপ স্থাপনের এই উদ্যোগটি আগামী নয় বছরে বাংলাদেশের ৬৪টি জেলায় বাস্তবায়িত হবে।

বাংলাদেশে নিযুক্ত এমিরেটসের এরিয়া ম্যানেজার মোহামেদ আল হাম্মাদী এ প্রসঙ্গে বলেন, “এ বছর বাংলাদেশ ও ইউএই উভয়েই তাদের প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী উদযাপন করছে। ১৯৮৬ সালে প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে যাত্রীবাহী ফ্লাইট চালুর মাধ্যমে ভাতৃপ্রতীম দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে”।

তিনি আরো বলেন, “এমন একটি মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে এমিরেটস আনন্দিত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের জন্য বিশুদ্ধ পানির উৎস প্রাপ্তির মতো মৌলিক চাহিদা পূরণে ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে আমরা হাত মিলিয়েছি। যে জনগোষ্ঠীকে আমরা সেবা প্রদান করছি তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে এবং আমি মনে করি এ উদ্যোগটি সেই দায়িত্ব পালনের একটি অর্থপূর্ণ উপায়”।

১৯৮৬ সালে ফ্লাইট শুরুর পর থেকে এমিরেটস বিভিন্ন স্থানীয়্ সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর সঙ্গে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া উদ্যোগ বাস্তবায়ন করেছে।

২০০৮ সালে এমিরেটস ফাউন্ডেশন বাংলাদেশে তাদের ফ্ল্যাগশীপ প্রকল্প- এমিরেটস ফ্রেন্ডশীপ হাসপাতালের কার্যক্রম চালু করে। ভাসমান এই হাসপাতালটি অদ্যাবধি দেশের প্রত্যন্ত চরাঞ্চলের ৬৫০,০০০ সুবিধাবঞ্চিত মানুষকে মেডিক্যাল সেবা প্রদান করেছে। হাসপাতালটি প্রতি মাসে ছয় হাজারের অধিক মেডিক্যাল সেবা প্রদান করে থাকে।

এমিরেটস ফাউন্ডেশন একটি অলাভজনক দাতব্য সংস্থা, যার মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী বিশ্বের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমানের উন্নয়ন। সংস্থাটি বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মেডিক্যাল ও স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

এমিরেটস বর্তমানে ঢাকা এবং দুবাই এর মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণ সুবিধা পাচ্ছেন। বাংলাদেশী যাত্রীদের জন্য এমিরেটস তাদের ফ্লাইটে স্থানীয় ঘরানার খাবার পরিবেশন এবং বাংলাদেশী ছায়াছবি প্রদর্শন করে থাকে। এমিরেটসই একমাত্র এয়ারলাইন যারা বাংলাদেশের ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করছে।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.