ব্যাংকার আনোয়ারুল আমীন আর নেই

প্রখ্যাত ব্যাংকার আনোয়ারুল আমীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে রাজধানীর নিজ বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ ভোর ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

আনোয়ারুল আমীন মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আনোয়ারুল আমীন একজন সুপরিচিত ব্যাংকার এবং ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও চেয়ারম্যান ছিলেন।

ব্যাংকিং খাতে আনোয়ারুল আমীন ৩৬ বছরের বেশি সময় কাজ করেছেন। ১৯৫৫ সালে মুসলিম কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি বাংলাদেশ শিল্প ব্যাংকের মহাব্যবস্থাপক ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিসিসিআইয়ের বাংলাদেশ, চীন ও জাপান দেশীয় প্রধান ছিলেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.