তিন মাসে কার্ডে ১ লাখ ১২ হাজার কোটি টাকা লেনদেন

কার্ডের মাধ্যমে সহজে লেনদেন করা যায়। ফলে চেকের তুলনায় কার্ডের মাধ্যমে লেনদেনের প্রবণতা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ১ লাখ ১২ হাজার ৯৬ কোটি টাকা কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৭১ হাজার ৩৬৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বর্তমানে দ্রুত ও সহজেই লেনদেনের মূখ্য একটি মাধ্যম কার্ড। কার্ডের জনপ্রিয়তা তাই দিন দিন বাড়ছে। এছাড়া খোলা বাজারের চেয়ে কার্ডে ডলার কিনতে খরচ কম হওয়ায় এই মাধ্যমে লেনদেন প্রবণতা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ব্যাংকের কার্ডের মাধ্যমে ৩৭ হাজার ৮১ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের মাসে ছিল ৩৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এ হিসেবে আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে লেনদেনের পরিমাণ বেড়েছে ৫২৬ কোটি টাকা।

এদিকে দেশে অনেক আগেই ক্রেডিট কার্ডে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হয়। আর ২০২০ সালের জুনে ব্যাংকগুলোকে গ্রাহকদের হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.