উড়ন্ত আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে বিশ্বকাপ শুরু সৌদির

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের।

আজ (মঙ্গলবার) লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। মেসির পেনাল্টি গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে সৌদির দুর্দান্ত পারফরম্যান্সে পিছিয়ে পড়ে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে হার দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.