কাতার বিশ্বকাপে এ গ্রুপের দ্বিতীয় খেলায় আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস৷ ৮৪ মিনিটে গাকপো ও অতিরিক্ত সময়ের ৯ মিনিটের সময় ক্লাসেন গোল দুটি করেন৷
তবে খেলায় বেশি গোলের সুযোগ তৈরি করেছিল সেনেগাল৷ তারকা ফুটবলার সাদিও মানের অভাব বোধ করেছে তারা৷ এ মাসের শুরুতে বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে পায়ে ব্যথা পান মানে৷
সেনেগালের সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল ৭৩ মিনিটের মাথায়৷ এভারটনের মিডফিল্ডার ইদ্রিসা গেই-এর শটটি ঠেকিয়ে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্দ্রিস নপাট৷ এটিই ছিল নপাটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ৷ এছাড়াও দ্বিতীয়ার্ধে বুলাই জা ও পাপ গেই-এর আরও দুটি সুযোগ নস্যাৎ করে দিয়েছেন নপাট৷
লুই ফান খালের অধীনে সবশেষ ১৫ ম্যাচে অপরাজিত আছে নেদারল্যান্ডস৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই ধারা বজায় রাখলো ‘কমলারা’৷ ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে তিনবার রানার্স আপ হয়েছিল নেদারল্যান্ডস৷ অবশ্য ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০১৬ সালের ইউরো খেলতে পারেনি তারা৷ ২০১৪ সালে ফান খালের অধীনেই ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভার্জিল ফান ডাইকরা৷
এ বছরের শুরুতে প্রথমবারের মতো আফ্রিকার সেরা হওয়া সেনেগাল ২০১৮ বিশ্বকাপে খারাপ ফেয়ার-প্লে রেকর্ডের কারণে শেষ ষোলোতে যেতে পারেনি৷ এ গ্রুপের পরের দুই খেলায় শুক্রবার ইকুয়েডরের মুখোমুখি হবে নেদারল্যান্ডস৷ আর সেনেগাল খেলবে কাতারের সঙ্গে৷ সূত্র: ডিডাব্লিউ, এএফপি
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.