সিপিএ অস্ট্রেলিয়ার সাথে আইসিএমএবির সমঝোতা স্মারক স্বাক্ষর

অ্যাকাউন্ট্যান্টসদের ২১ তম ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানে সিপিএ অস্ট্রেলিয়ার সাথে আইসিএমএবির এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ভারতের মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রবিবার (২০ নভেম্বর) আইসিএমএবির প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এবং সিপিএ অস্ট্রেলিয়ার সিইও অ্যান্ড্রু হান্টার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইসিএমএবির কাউন্সিল সদস্য, সিপিএ অস্ট্রেলিয়া বোর্ড সদস্যরা এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সমঝোতা স্মারকের মাধ্যমে সিপিএ অস্ট্রেলিয়া এবং আইসিএমএবির সদস্যগণ পারস্পরিক সহযোগিতামূলকভাবে দুই পক্ষের সদস্যদের জন্য গুণমান বজায় রেখে অ্যাকাউন্টিং এবং অডিটিং পেশার উন্নয়নে এক সাথে কাজ করার অঙ্গীরবদ্ধ হয়।

স্বাক্ষরের ফলে আইসিএমএবি এর সদস্যগণ শুধুমাত্র একটি বিষয়ে সিপিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সিপিএ অস্ট্রেলিয়ার সদস্য হতে পারবেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.