আইসিএমএবি এবং সিপিএ আয়ারল্যান্ডের সমঝোতা চুক্তি

আইসিএমএবি এবং সিপিএ আয়ারল্যান্ড পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

আজ  শনিবার (১৯ নভেম্বর) ভারতের মুম্বাই হোটেলে চুক্তিটি (MRA) স্বাক্ষর করেছেন আইসিএমএবির পক্ষে প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ ও ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম এবং সিপিএ আয়ারল্যান্ডের পক্ষে, প্রেসিডেন্ট মিসেস আইন কলিন্স, প্রধান নির্বাহী ইমন সিগিন্স।

ভারতে অ্যাকাউন্ট্যান্টসদের ২১ তম ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মোঃ মুনিরুল ইসলাম, কোষাধ্যাক্ষ মোঃ আলী হায়দার চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট মোঃ আব্দুল আজিজ, আবু বকর ছিদ্দিক, একেএম দেলোয়ার হোসেন ও মোঃ জসিম উদ্দিন আকন্দ।

চুক্তিটি করার ফলে আইসিএমএবি এর সদস্যগণ সিপিএ এর অধীনে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সিপিএ (আয়ারল্যান্ড) সদস্যপদ পাবেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.