যুবাদের শেষ হারে সিরিজ ড্র

বাকি ব্যাটাররা জ্বলে উঠতে না পারলেও ঝড়ো হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন জিসান আলম। তবে সেই পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বাংলাদেশের বোলাররা। সাদ বাগ ও আরাাফত মিনহাজের জোড়া হাফ সেঞ্চুরি ও তাদের দুজনের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় ১-১ সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ।

মুলতানে জয়ের জন্য ১৬৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার। দলীয় মাত্র ৯ রানে সাজঘরে ফেরেন বাসিত আলী। তানভীর আহমেদকে তারই হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তরুণ এই ওপেনার। আরেক ওপেনার শাওয়াইজ ইরফান।

তানভীরের বলে ওয়াসি সিদ্দিকীর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ১১ বলে ১৬ রান। এদিকে চারে নামা তাইয়্যেব আরিফ ৮ রানের বেশি করতে পারেননি। ৪৬ রানে ৩ উইকেট হারালে খানিকটা বিপাকে পড়ে পাকিস্তান। তবে স্বাগতিকদের সেখান থেকে টেনে তোলেন সাদ এবং আরাফাত। তারা দুজনে মিলে গড়ে তোলেন ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। ৫০ বলে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাদ। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ককে দারুণভাবে সঙ্গ দেয়া আরাফাত অপরাজিত ছিলেন ৩৭ বলে ৫০ রানে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তানভীর।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৬৩ রানের পুঁজি পায় বাংলাদেশের যুবারা। সফরকারীদের হয়ে ৪০ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন জিসান। এ ছাড়া চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ২৯ রান করেছেন। পাকিস্তানের হয়ে আলী আফসান্দ তিনটি এবং দুটি উইকেট নিয়েছেন ইবতিসাম।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.