ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

সড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বা‌সের ধাক্কায় তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এতে আহত হয়েছেন বাসের ১৫ যাত্রী। হতাহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্প‌তিবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়‌কের‌ গোপালগ‌ঞ্জ সদর উপ‌জেলার গোপীনাথপু‌র উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

এ তথ্য নিশ্চিত করে সকালে কা‌শিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে থানার ইনচার্জ আবু নাঈম মো. তোফা‌জ্জেল হক জানান, রাতে ঢাকা থে‌কে ইমাদ প‌রিবহ‌নের এক‌টি বাস যাত্রী নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে গোপীনাথপু‌র উত্তরপাড়া এলাকায় থেমে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছ‌নে বাসটি ধাক্কা দেয়। এ‌তে বাসের সাম‌নের অংশ দুমড়ে-মুচড়ে গি‌য়ে ঘটনাস্থ‌লে তিন যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয্যাবি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছেন। হতাহত‌দের প‌রিচয় এখনও জানা যায়নি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.