ব্র্যাক ইপিএল এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ব্র্যাক বিশ্ববিদ্যায়ের ছাত্রদের সাথে পার্সনাল ফাইন্যান্স এবং পুঁজিবাজারের ক্যারিয়ার নিয়ে একটি সচেতনতামূলক সেশন করছে ।

বুধবার (১৬ নভেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যায়ের প্রঙ্গনে সেশনটি অনুষ্ঠিত হয়।

সেশনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট ডীন ডঃ মোহাম্মদ মুজিবুল হক । তিনি ছাত্রদের প্রতি এ ধরণের সেশনের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং ব্র্যাক ইপিএলকে এ ধরণের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

সেশনটি পরিচালনা করেন ব্র্যাক ইপিএলের হেড অব কর্পোরেট বিজনেস মোঃ রিফাত হাসান কনক এবং রিসার্চ এসোসিয়েট ফাহিম হাসান।

মোঃ রিফাত হাসান কনক পুঁজিবাজারে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন এবং জিজ্ঞাসু সকল ছাত্র-ছাত্রীদের প্রশ্নের উওর দেন। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক ইপিএলের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন হেড অব ডিজিটাল বিজনেস এ্যান্ড সার্ভিস ইনোভেশন মোঃ রকিবুল ইসলাম রুশো, হেড অব রিসার্চ সেলিম আফজাল শাওন এবং হেড অব পাবলিক রিলেশনস মোঃ আশিকুর রহমান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সেশনে ব্র্যাক ইপিএলের পক্ষ থেকে সঞ্চালনা করেন জিয়াদ এ নাসের এবং অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন ইসরাত জাহান তমা।

সেশনটিতে পার্সনাল ফাইন্যান্স কেন প্রয়োজন, কিভাবে সাহায্য করে এবং ছাত্র অবস্থা থেকেই তাদের সামনে কি কি সুযোগ রয়েছে, পুঁজিবাজার কিভাবে সাহায্য করতে পারে প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা ব্র্যাক ইপিএল স্টককে ধন্যবাদ জানায় এ ধরণের প্রয়োজনীয় বিষয় নিয়ে তাদের সচেতন করার জন্য এবং স্পিকারকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের আগ্রহ প্রকাশ করে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.