এনসিসি ব্যাংক এর “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২২” শুরু

“সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই” এই অঙ্গীকার নিয়ে দেশব্যাপী স্কুল ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক লিঃ এর স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২২ শুরু হয়েছে।

ঢাকার মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম। এসময়, এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক, ইভিপি ও দারুস সালাম রোড শাখার ব্যবস্থাপক ফরহাদ আক্তার মোঃ শাহরিয়ার, এসভিপি ও শ্যামলী শাখার ব্যবস্থাপক মোঃ জসিমউদ্দীন, ভিপি ও মিরপুর শাখার ব্যবস্থাপক সালাহ্ উদ্দীন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আর্থিক অর্ন্তভূক্তিমূলক কর্মসূচীর আওতায় ধারাবাহিক ভাবে প্রতি বছরের ন্যায় এবারও স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

 

অর্থসূচক/এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.