তুরস্কের অন্যতম ব্যস্ত শহর ইস্তাম্বুলে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত এবং আরও ৩৮ জন আহত হয়েছেন। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের বেয়োগলু ডিস্ট্রিক্টের ইস্তিকলাল এভিনিউ অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। এ এভিনিউতে পর্যটক, কেনাকাটা করার মানুষের ভীড় লেগেই থাকে। এখানকার একটি পায়ে হাঁটার রাস্তায় রবিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পরপরই ওই এলাকা ঘেরাও করে ফেলা হয়েছে। পৌঁছে গেছেন উদ্ধারকর্মী, দমকাল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অনুরোধে পার্শ্ববর্তী দু-একটি হাসপাতালে প্রয়োজনীয় রক্ত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা।
বিস্ফোরণের পরপরই ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া এক টুইটে লেখেন, ‘বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের পরিবারের প্রতি সমবদেনা প্রকাশ করছি।’
এটা বোমা না দুর্ঘটনা, তা তাই নিশ্চিত হওয়া যায়নি। তবে, ২০১৫ ও ২০১৭ সালের মধ্যে তুরস্কে অনেকগুলো বোমা হামলা চালায় আইএস। কিছু বোমা হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকেও (পিকেকে) দায়ী করা হয়।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.