এফএসআইবিএল এর প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে শীতার্ত ও দুঃস্থ মানুষের জন্য ১,২৫,০০০ পিস কম্বল প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:।

এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী নমুনা কম্বল হস্তান্তর করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আর্তপীড়িত মানবতার সেবায় দেশের শীতার্ত, বন্যার্ত ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এছাড়াও দেশের শিক্ষা, চিকিৎসা ও ক্রীড়ার উন্নয়নেও ব্যাংকের ভূমিকা অপরিসীম।

 

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.