সর্বোচ্চ ২৫ হাজার ডলার রাখতে পারবে মানি চেঞ্জার প্রতিষ্ঠান

খোলা বাজারে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে দিনের ক্রয়-বিক্রয় শেষে নগদ সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা তার সমপরিমান বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, এখন থেকে বৈদেশিক মুদ্রা বেচা-কেনার সঙ্গে জড়িত কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান দিন শেষে নিজেদের কাছে ২৫ হাজার ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রাখতে পারবে নগদ আকারে। এর চেয়ে বেশি থাকলে ব্যাংকে তার বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা রাখতে হবে। সেক্ষেত্রেও একটি সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এফসি হিসাবে কোনোভাবে ৫০ হাজার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি জমা রাখতে পারবেন না।

এছাড়া ব্যবসা পরিচলনায় স্থানীয় মুদ্রা টাকার অঙ্কে কোনো ভাবেই নগদ ৫০ লাখ টাকার বেশি রাখতে পারবে না কোনো অবস্থাতেই। অর্থাৎ যেকোনো সময়ে মানি চেঞ্জার প্রতিষ্ঠানে নগদ আকারে ৫০ লাখ টাকার বেশি রাখা যাবে না।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.