এমিরেটস এয়ারলাইন, ডানাটাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ গত ৩০ সেপ্টেম্বর ২০২২ এ শেষ হওয়া পর্যন্ত প্রথম অর্ধবছরে ১.২ বিলিয়ন মার্কিন ডলার নিট মুনাফা অর্জন করেছে। গত বছর একই সময়ে গ্রুপটির লোকসান ছিল ১.৬ বিলিয়ন মার্কিন ডলার। প্রথম অর্ধবছরে গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইনের নিট মুনাফা ১.১ বিলিয়ন মার্কিন ডলার।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুবাইয়ে এমিরেটস গ্রুপের ২০২২-২০২৩ অর্থবছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম তার বক্তব্যে আগাম পরিকল্পনা, ব্যবসায়িক চাহিদা পুরনে কর্মতৎপরতা, এবং প্রতিভাবন ও নিবেদিত কর্মীবাহিনীকে এই অর্জনের কৃতিত্ব প্রদান করেন।
তিনি বলেন, “আগামী মাসগুলোতে আমরা আমাদের কার্যক্রম করোনা অতিমারি পুর্ব অবস্থায় ফিরিয়ে আনা, এবং বর্তমান ও ভবিষ্যত চাহিদা মিটাতে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারন করেছি। আমরা আশা করছি ২০২২-২০২৩ অর্থবছরের বাকী সময়টাতে আমাদের ব্যবসার সকল ক্ষেত্রে গ্রাহক চাহিদা বৃদ্ধি পাবে।” তিনি আশা প্রকাশ করেন যে, এমিরেটস গ্রুপ অর্থবছরের শেষে বার্ষিক মূনাফার ট্র্যক রেকর্ডে ফিরে আসতে সক্ষম হবে।
এমিরেটস এয়ারলাইন এই সময়ে রেকর্ড পরিমান ১.১ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। গত বছর একই সময়ে এয়ারলাইনটি ১.৬ বিলিয়ন মার্কিন ডলার লোকসানের শিকার হয়েছিলো।
প্রতিকূল মুদ্রা বিনিময় পরিস্তিতির মাঝেও অন্যান্য অপারেটিং আয়সহ এমিরেটসের রাজস্ব আয় হয়েছে ১৩.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩১ শতাংশ বেশী।
এসময় এয়ারলাইনটি ২০ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২৮ শতাংশ বেশী।
অবশ্য এমিরেটসের কার্গো পরিবহন শাখাটির কার্গো পরিবহনের পরিমান গতছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ হ্রাস পেয়ে ৯৩৬,০০০ টনে দাঁড়িয়েছে। এর মূল কারন হিসেবে পূর্বের মিনি ফ্রেইটারগুলোকে পুনরায় যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করার কথা উল্লেখ করা হয়েছে।
গ্রুপের অন্যতম আরেকটি প্রতিষ্ঠান ডানাটা প্রথম অর্ধবছরে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে, গতবছর একই সময়ে যার পরিমান ছিলো ২৩মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির রাজস্ব আয় গতছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুন হয়ে ২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ডানাটা সারাবিশ্বে এয়ার সার্ভিস প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং এবং ভ্রমন সেবা অন্যতম।
গত ৩০ সেপ্টেম্বর ২০২২ এমিরেটস গ্রুপে কর্মরত কর্মীর সংখ্যা ছিল ৯৩,৮৯৩ জন, যা ৩০ মার্চ ২০২২ এর তুলনায় ১০ শতাংশ বেশী।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.