আমি পরিশ্রম করেছি, আল্লাহ সহজ করে দিয়েছেন: রিজওয়ান

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকে ছন্দহারা ছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু সেমিফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই জ্বলে উঠেন এই উইকেটরক্ষক ওপেনার।

গতকাল ১৫৩ রানের লক্ষ্য তাড়ায় বাবর আজমের সঙ্গে মাত্র ১২.৪ ওভারের মধ্যে ১০৫ রানের জুটি গড়েন রিজওয়ান। জুটিতে বাবর আজমের অবদান ছিল ৪২ বলে ৫৩ রান। তিনি ফেরার পর পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান রিজওয়ান। যদিও দলীয় ১৩২ রানে ফিরে যান পাকিস্তানের এই ওপেনার। তার ব্যাটে আসে ৪৩ বলে ৫৭ রানের ইনিংস। যেখানে ছিল পাঁচটি চারের মার। গুরুত্বপূর্ণ এই ইনিংস খেলার পর সৃষ্টিকর্তার প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করলেন রিজওয়ান।

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা পরিশ্রম করো, পুরস্কার পাবে। আমি পরিশ্রম করে গেছি। তিনি সহজ করে দিয়েছেন। পিচ খেলার জন্য সহজ ছিল না। তবু সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন বলে আক্রমণ শুরু করব। এরপর পাওয়ার–প্লেটা যখন খেলে ফেললাম, সিদ্ধান্ত নিই একজনকে শেষ পর্যন্ত থাকা দরকার।’

পাকিস্তান যখন আর মাত্র ২১ রান দূরে তখন ফিরে যান রিজওয়ান। বাকি কাজটা বেশ সহজেই করেন শান মাসুদ। দ্বিতীয় সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হবে ১০ নভেম্বর। এই ম্যাচের জয়ী দল পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.