ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩ উপশাখা উদ্বোধন

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের তিনটি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার এই তিন উপশাখার উদ্বোধন করা হয়।

উপশাখাগুলো হলো বসিলা উপশাখা, মোহাম্মদপুর, ঢাকা, সরকারহাট উপশাখা, হাটহাজারী, চট্টগ্রাম এবং শাকপুরা চৌমুহনী উপশাখা, বোয়ালখালী, চট্টগ্রাম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাসমূহের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.