ডিইজি’র সহায়তায় ইস্টার্ণ ব্যাংকের ‘কার্বন অ্যাকাউন্টিং’ প্রকল্প

বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্বন অ্যাকাউন্টিং বিষয়ক একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করছে। প্রকল্পে সহায়তা করবে জার্মানির উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ডিইজি এবং তাদের পার্টনার জিম ফাউন্ডেশন।

সম্প্রতি ইবিএলের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাক্ষর করেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং ডিইজি সিনিয়র ম্যানেজার (জেন্ডার ফাইনান্স লিড F১) অ্যান মুলেজান্স।

জয়েন্ট ইমপ্যাকট মডেল ব্যবহার করে ইবিএল অর্থনীতিতে অর্থের প্রবাহ এবং সৃষ্ট অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত প্রভাব হিসাব করবে। এর উপর ভিত্তি করে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ইবিএলের অবদান বিষয়ে মডেল ও প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে।

প্রথম স্থানীয় ব্যাংক হিসেবে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ইমপ্যাকট মডেল ব্যবহার করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার উদ্যোগ গ্রহন করলো।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.