টেসলার আরও ৪০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক

টেসলার আরও ১ কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক।

মঙ্গলবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ ফাইলিংয়ে দেখা গেছে, টুইটার কেনার কয়েকদিনের মধ্যে নিজের মূল ব্যবসাপ্রতিষ্ঠান ইলেক্ট্রিক গাড়িনির্মাতা টেসলার প্রায় ৩৯৫ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী।

৪ হাজার ৪০০ কোটি ডলারের পাহাড়সমান মূল্যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কেনার মাত্র দু’সপ্তাহের মধ্যেই বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের টেসলা শেয়ার বিক্রির এই খবর সামনে এলো।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত টেসলার শেয়ারের দর কমেছে প্রায় ৫০ শতাংশ। তার ওপর, পাওয়ার স্টিয়ারিংয়ে সমস্যার আশঙ্কায় সম্প্রতি ৪০ হাজারের বেশি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বছরের শুরুতে ইলন মাস্ক যখন প্রথমবার টুইটারের শেয়ার কেনেন, তারপর থেকে সবশেষ ৩৯৫ কোটিসহ টেসলার প্রায় দুই হাজার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি। গত এপ্রিলে ৮৫০ কোটি ডলারের এবং আগস্টে আরও ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছিলেন প্রতিষ্ঠানটির সিইও।

সূত্রঃ রয়টার্স

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.